এই গেমের শর্ত হচ্ছে একই রঙের তিনটি বা তার বেশি ডিম একসঙ্গে মিলে গেলে সেগুলো ফেটে যাবে এবং আপনি তুমি স্কোর পাবেন। পর্যায়ক্রমে উপর থেকে নেমে আসা ডিমগুলোকে এভাবে মিলিয়ে ফাটাতে হবে। খেয়াল রাখতে হবে ডিম যেন নিচে না পৌঁছায়। যদি ডিম নিচে পৌঁছে যায় তাহলে গেম শেষ হয়ে যাবে। কখনো কখনো বিশেষ ডিম/বুম্ব/বোনাস উপস্থিত হয় যা বেশি ডামেজ বা বড় এলাকা নষ্ট করতে পারবে। এতেও স্কোরও বেশি পাবেন। গেম শুরু করলে আপনার হাতে থাকবে একটি ছোট মুরগির খামার। স্ক্রিনে ট্যাপ করলে মুরগি বের হয়, তারা ডিম পাড়তে শুরু করে। ডিমগুলো বিক্রি করে টাকা জমাতে হয়। এরপর এই টাকা দিয়ে হেন হাউজ, ডেলিভারি ট্রাক, গবেষণা ল্যাব আপগ্রেড করতে হবে। যত বেশি আপগ্রেড করবে, তত দ্রুত ও বেশি ডিম উৎপাদন হবে।...