সম্প্রতি এ দম্পতির সংসারে নতুন অতিথি আগমনের খবর ছড়ায়। যা নিয়ে ব্যাপক আলোচনা ও চর্চা হতে থাকে সোশ্যাল মিডিয়ায়। এ অবস্থায় বিষয়টি তারকা জুটি নিশ্চিত করে জানালেন, মা-বাবা হতে যাচ্ছেন তারা। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে একটি পোস্টে অন্তঃসত্ত্বার খবর জানিয়েছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। তারা নিজেদের আন্তরিক মুহূর্তের ছবি পোস্ট করেছেন। যেখানে অভিনেত্রীর বেবি বাম্প দেখা যাচ্ছে এবং সেদিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন অভিনেতা। পোস্টটির ক্যাপশনে তারকা দম্পতি লিখেছেন, ‘আনন্দ ও কৃতজ্ঞতায় ভরপুর হৃদয় নিয়ে জীবনের সেরা অধ্যায় শুরু করার পথে আমরা।’ আর তাদের এই ঘোষণা দৃষ্টি কেড়েছে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের। তাইতো মন্তব্যের ঘরে প্রিয় তারকা জুটিকে শুভ কামনা জানাচ্ছেন তারা। এর আগে সন্তান আগমনের গুজব রটার পর লাইমলাইট থেকে বেশ দূরে ছিলেন...