প্রথমটি হচ্ছে, ‘ডেটিং অ্যাসিস্ট্যান্ট’ নামের এক চ্যাটবট, যা ব্যবহারকারীর আগ্রহ অনুসারে সম্ভাব্য সঙ্গী খুঁজে দেবে। এ ফিচারের উদাহরণ হিসেবে এক ব্লগ পোস্টে মেটা বলেছে, ‘আমাকে ব্রুকলিনের একজন প্রযুক্তি খাতের মেয়েকে খুঁজে দাও’, এরপর সঙ্গে সঙ্গে তাদের তালিকা চলে এল। চ্যাটবটটি ডেটিংয়ের নতুন আইডিয়ার পরামর্শ দেবে বা ব্যবহারকারীর প্রোফাইলকে আরও আকর্ষণীয় করে তুলতে সাহায্য করবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট। ফিচারটি ধাপে ধাপে যুক্তরাষ্ট্র ও কানাডার ব্যবহারকারীদের ‘ম্যাচেস’ ট্যাবে চালু করবে মেটা। কোম্পানিটি আশা করছে, ব্যবহারকারীরা ফিচারটি দায়িত্বশীলভাবে ব্যবহার করবেন। দ্বিতীয় এআই ফিচারটির নাম ‘মিট কিউট’, যা এক ধরনের ‘পার্সোনালাইজড ম্যাচিং অ্যালগরিদম’ ব্যবহার করে প্রতি সপ্তাহে ব্যবহারকারীর জন্য হঠাৎ করে এমন একজনকে সাজেস্ট করবে যাকে তার পছন্দ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর অ্যালগরিদম কীভাবে কাজ করবে সে সম্পর্কে ব্লগ...