আওয়ামী লীগ পুনর্বাসন চেষ্টা বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার রাজধানীর বাংলামোটরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ ধরণের চেষ্টা থেকে বিএনপিকে সরে আসতে হবে বলেও মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, ‘দেশের কোনো কোনো রাজনীতিবীদ আওয়ামী লীগকে নির্বাচনে আনার ষড়যন্ত্র করছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, আওয়ামী লীগকে...