পরিবারের মুখে দুবেলা খাবার তুলে দিতে এক পা নিয়েই গভীর সমুদ্রের সাথে যুদ্ধ করছেন ছোরাফ। কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জেলে কালাম মাঝির ছেলে তিনি। ২০১৫ সালে কুয়াকাটা থেকে আলিপুর যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাম পা হারান ছোরাফ। ছেলেকে বাঁচাতে সর্বস্ব বিক্রি করে চিকিৎসা করান বাবা কালাম মাঝি। কিন্তু পা আর বাঁচাতে পারেননি। বাধ্য হয়েই চিকিৎসকদের সিদ্ধান্তে কেটে ফেলতে হয় পা। সেই থেকেই শুরু পরিবারের অন্ধকার দিন। গত সোমবার (২২ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায় এক পা নিয়েই জাল সেলাই, নৌকা উঠানো-নামানো, এমনকি গভীর সমুদ্রেও মাছ ধরতে যাচ্ছেন ছোরাফ। তার দৃঢ় মনোবল ও শ্রমেই টিকে আছে গোটা পরিবার। ছোরাফের বাবা কালাম মাঝি বলেন, নিজের সম্বল বিক্রি করে চিকিৎসা করেছি। এখন সংসারের সমস্ত দায়ভার ছোরাফের কাঁধে। আমি আর আগের মতো...