২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৭ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৭ পিএম বাগেরহাটে আদালতের এজলসের করিডোরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অপরাধে একজনকে আটককরা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মোরেলগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলসের করিডোরে এই ঘটনা ঘটে। নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী এক আইনজীবি জানান, ‘আমি পার্শ্ববর্তী আদালতে ছিলাম। সেখান থেকে জয় বাংলা স্লোগান শুনে বাইরে এসে দেখি কয়েজন আইনজীবির নেতৃত্বে জয় বাংলার স্লোগান দিয়ে অর্ধশত নেতাকর্মী আদালতের দোতলা থেকে নিচতলায় নেমে যাচ্ছে। এসময়আদালত চত্বরে হুড়োহুড়ি শুরু হয়। ওই আদালতের বিচারক আজমিরা ফেরদৌসী এজলাস ছেড়ে তার খাসকামরায় চলে যান। ঘটনার সময় আদালত চত্বরে উপস্থিত জনতা একজনকে ধরে পুলিশে সোপর্দকরেন। বাগেরহাট আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাড. মাহবুব মোর্শেদ লালন জানান, মোরেলগঞ্জসিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জিআর ৩০২/২৪ নং মামলার ধার্য তারিখ...