গত বছরের ২৩ সেপ্টেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান ঢাবির আইন বিভাগের অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। নিয়োগের বছর পেরোলেও আশানুরূপ কাজ করতে পারেনি বলে মতো দিয়েছেন অধিকাংশ শিক্ষার্থী। সম্প্রতি একটি জরিপে উঠে এসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যক্রমের এই চিত্র। জরিপটিতে শিক্ষার্থীদের চাওয়ার মাত্র ২৪ দশমিক ৫ শতাংশ পূরণ করতে পেরেছে বলে মত দেন তারা। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা ‘ব্যর্থ প্রশাসন’ আখ্যা দিয়ে সতর্কতামূলক ‘হলুদ কার্ড’ দেখানোর ঘোষণা দেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ‘ইবি সংস্কার আন্দোলন’ নামক একটি প্ল্যাটফর্মের জরিপ পরবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করা হয়। প্ল্যাটফর্মটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিরসনে কার্যক্রম পরিচালনা করে থাকে। জরিপসূত্রে, গত ১৮ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইন ও অফলাইন দুই মাধ্যমে শিক্ষার্থীদের মতামত নেয় ইবি সংস্কার আন্দোলন। তাদের এই জরিপে মোট ১৩১২জন শিক্ষার্থী...