নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গর্ভবতী নারীদের জনপ্রিয় ব্যথানাশক ওষুধ টাইলেনল (প্যারাসিটামল) এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। তিনি বলছেন, এই ওষুধটির সঙ্গে শিশুর অটিজম-এর সম্ভাব্য সম্পর্ক থাকতে পারে, যদিও এটি বৈজ্ঞানিকভাবে এখনও প্রমাণিত নয়। ট্রাম্পের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন চিকিৎসক ও বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এফডিএ ঘোষণা করেছে, প্যারাসিটামল জাতীয় ওষুধের প্যাকেজে একটি সতর্কবার্তা যুক্ত করা হবে, যেখানে উল্লেখ থাকবে এই ওষুধ শিশুর অটিজম এবং মনোযোগহীনতার (এডিএইচডি) ঝুঁকি বাড়াতে পারে। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, “টাইলেনল খাবেন না। খাবেন না। তবে কখনো কখনো প্রয়োজনে খেতে হতে পারে, সেটা আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে।” তিনি শিশুদের ভ্যাকসিন নেওয়া নিয়েও সন্দেহ প্রকাশ করে পরামর্শ দিয়েছেন, হাম, মামস ও রুবেলার মতো টিকা একসঙ্গে না দিয়ে আলাদা আলাদা দেওয়া উচিত। ট্রাম্পের এই...