তিনি বলেন, আমাদের দেশে কিছু অসুস্থ মানসিকতা ও কাপুরুষ মানুষ আছেন, যারা উৎসবের সময় ছোটখাটো ঘটনা ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। তবে এবারের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঝুঁকি বিবেচনায় প্রতিটি মন্দির ও পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করা হবে।র্যাব মহাপরিচালক আরও জানান, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে সারা দেশে আনুষ্ঠানিকভাবে ৩১ হাজার ৫৪৬টি মণ্ডপে পূজা শুরু হবে। এর আগে ২৪ সেপ্টেম্বর থেকেই পূজামণ্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত থাকলে কোনো অসাধু বা নিম্নরুচির মানুষ বিশৃঙ্খলার সুযোগ নিতে পারবে না।টঙ্গীতে আগুন : দগ্ধ ফায়ার কর্মী শামীম আহমেদের মৃত্যুতিনি জানান, র্যাব, পুলিশ, সেনাবাহিনী, বর্ডার গার্ড ও আনসার সদস্যরা প্রতিটি পূজামণ্ডপে কঠোর নজরদারি করবে। পাশাপাশি পূজা উদযাপন কমিটির সবাইকেও সতর্ক থাকতে হবে। প্রতিটি মণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক কমিটি...