দেশে প্রথমবারের মতো বিমানবন্দরে পাইপলাইনের মাধ্যমে জেট ফুয়েল সরবরাহ শুরু করেছে রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামে পদ্মা অয়েলের প্রধান স্থাপনা থেকে শাহ আমানত বিমান বন্দরে এই কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করা হয়। ঢাকা হজরত শাহজালাল বিমানবন্দরেও একই পদ্ধতিতে জেট ফুয়েল সরবরাহের কথা জানিয়েছেন জ্বালানি সচিব। পতেঙ্গায় পদ্মা অয়েলের প্রধান স্থাপনা থেকে ট্যাংকলরি যোগে এতদিন শাহ আমানত বিমানবন্দরে জেট ফুয়েল সরবরাহ হতো। তবে এখন থেকে তা সরবরাহ হবে পাইপলাইনে। এতে নিরাপত্তার পাশাপাশি কমবে সময় ও পরিবহন ব্যয়। একই লাইনে জ্বালানি সরবরাহ করা যাবে বিমানবাহিনীর ঘাঁটি জহুরুল হকেও। পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড ডিজিএম মীর মো. ফখরুদ্দীন বলেন, ‘চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বিভিন্ন উড়োজাহাজের জন্য দৈনিক জ্বালানি তেল লাগে ২.২৫ লাখ লিটার। এখন থেকে এই তেল পাইপলাইনের মাধ্যমে সরাসরি সরবরাহ করা...