রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা এসভিআর অভিযোগ করেছে, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ন্যাটো মলদোভা দখলের পরিকল্পনা করছে। সংস্থাটির দাবি, ইউক্রেনের ওডেসা অঞ্চলে ন্যাটোর বিশেষ টাস্কফোর্স মোতায়েন করা হবে, যার লক্ষ্য মলদোভার বিচ্ছিন্ন অঞ্চল ট্রান্সনিস্ট্রিয়াকে ভয় দেখানো। রাশিয়ার সরকারি সংবাদমাধ্যম তাস এসভিআরের বরাত দিয়ে জানিয়েছে, ইইউ ও ন্যাটো মলদোভাকে যেকোনো মূল্যে নিজেদের তথাকথিত রুশবিরোধী নীতির সঙ্গে রাখতে চায়। এজন্য দেশটিতে বিদেশি সেনা পাঠানো হবে এবং কার্যত মলদোভা দখল হয়ে যাবে বলে দাবি করেছে সংস্থাটি। এসভিআর বলছে, দেশটিতে আগামী নির্বাচনের পর (২৮ সেপ্টেম্বর) দেশটি নিয়ন্ত্রণে নিতে তারা সামরিক শক্তি ব্যবহার করতেও প্রস্তুত। গোয়েন্দা সংস্থার অভিযোগ, আগামী সংসদীয় নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন ও মলদোভার সরকার ফলাফল জাল করবে। এতে জনগণ প্রতিবাদে রাস্তায় নামবে। এরপর প্রেসিডেন্ট মাইয়া সান্দুর অনুরোধে ইউরোপীয় সেনারা দেশটিতে প্রবেশ করবে এবং গণতন্ত্রের...