সংবাদ সম্মেলন করে ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান মসজিদের কোনো জমি বিক্রি হয়নি। প্রচার চলছে মসজিদের জমি বিক্রি করে দেওয়া হয়েছে। আর এই কাজটি করেছেন রাজশাহীর হড়গ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ। তিনি মসজিদ কমিটির সাধারণ সম্পাদক। ফেসবুকে দেওয়া পোস্টে বলা হচ্ছে, চেয়ারম্যান ইতোমধ্যে মসজিদের ১ বিঘা জমি বিক্রি করে দিয়েছেন। বাস্তবে কোনো জমিই বিক্রি হয়নি। এ প্রেক্ষিতে গত শনিবার (২০ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করে আবুল কালাম আজাদ বলেছেন, ‘‘মসজিদের কোনো জমি বিক্রি হয়নি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে স্থানীয় বিএনপির নেতারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন।’’ এরপর বিএনপি নেতারাও মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) পাল্টা সংবাদ সম্মেলন করেছেন। তবে এবার তারা জমি বিক্রি করে দেওয়ার কথা বলেননি। সংবাদ সম্মেলনে তারা বলেছেন, ‘‘জমি বিক্রি করার চেষ্টা হয়েছিল।’’আরো পড়ুন:বিদেশের মাটিতে হামলা দেশকে কলঙ্কিত করছে:...