মো: আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধি:সনাতন ধর্মলম্বীদের আসন্ন দুর্গাপুজা উপলে ভারতে তৃতীয় চালানে ইলিশ গেল ৬.৭১ টন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সাড়ে তিনটার সময় বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারতের পেট্রাপোল বন্দরে ইলিশের এ চালানটি প্রবেশ করেছে। সরকার কর্তৃক অনুমোদিত ১২ শত টনের বিপরীতে তিন দিনে বেনাপোল দিয়ে মোট ৬২.৯৬ টন ইলিশ রপ্তানি হয়েছে। এর আগে গত মঙ্গলবার ৩৭.৪৬ টন এবং বৃহস্পতিবার ১৮ টন ইলিশ রফতানি হয়েছিল।বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দর পরিচালক শমীম হোসেন। বেনাপোল মৎস্য কোয়ারেন্টিন অফিসার সজীব সাহা বলেন, রপ্তানির আগে প্রতিটি চালান আমরা পরীক্ষা করে অনুমতি দিই। স্বাস্থ্যগত দিক থেকে নিরাপদ ও আন্তর্জাতিক মানদণ্ড মেনে ইলিশ পাঠানো হচ্ছে। সরবরাহ কিছুটা কম হলেও মান বজায় রাখাটাই আমাদের অগ্রাধিকার। আসন্ন দুর্গাপূজা উপলে ভারতে মোট ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে...