বুধবার বাংলাদেশ-ভারত এশিয়া কাপ সুপার ফোরের মহারণ। প্রতিবেশী দেশটির সঙ্গে যেকোনো ফরম্যাটে দুদলের একটা আলাদা চাপ কাজ করে মাঠে কিংবা মাঠের বাইরে। দুদলই চাইবে জিতে ফাইনালের পথ এগিয়ে রাখতে। ম্যাচের আগেরদিন টাইগার অলরাউন্ডার শেখ মেহেদী হাসান জানালেন, প্রতিপক্ষ নিয়ে মাথাব্যথা নেই। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মাঠে নামবে দুদল। ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে চাপ অনুভব করছেন না মেহেদী। বলছেন, ‘অন্য ম্যাচগুলোর মতোই এটা সাধারণ আরেকটা ম্যাচ। ম্যাচ জেতার পর না, শুরু থেকেই আমরা স্বাভাবিক থাকার চেষ্টা করি। যেটা আমাদের শরীরিক ভাষা-চিন্তাভাবনা, আমরা ওভাবেই থাকি। আমরা শুধু একটা ক্রিকেট ম্যাচ খেলতে নামছি। প্রতিপক্ষ ভারত হোক আর অস্ট্রেলিয়া, সেটা আমাদের মাথাব্যথা না।’ ভারতের বিপক্ষে জয় পেলে ফাইনালের পথে অনেকটা এগিয়ে থাকবে বাংলাদেশ। কিন্তু...