আসন্ন শারদীয় দুর্গাপূজা–২০২৫ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুবকর সরকার এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দুর্গাপূজাকে ঘিরে সার্বিক নিরাপত্তা, বিদ্যুৎ সরবরাহ, আইনশৃঙ্খলা রক্ষা ও অন্যান্য লজিস্টিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।সভায় জানানো হয়, চলতি বছর সাভার উপজেলায় মোট ২১৪টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি পূজা মণ্ডপে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে নিরলসভাবে কাজ করা হবে।সভাপতির বক্তব্যে ইউএনও আবুবকর সরকার বলেন, “শারদীয় দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সামাজিক সম্প্রীতির অনন্য নিদর্শন। এ উৎসব ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হলেও আমাদের সবার আগে ভাবতে হবে নিরাপত্তা ও শৃঙ্খলার বিষয়টি।”তিনি...