এশিয়া কাপের সুপার ফোরে দুই হাইভোল্টেজ ম্যাচের পর আজ মঙ্গলবার মাঠে নামছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। মাঠে ও মাঠের বাইরে দুই দলের ম্যাচ নিয়ে তেমন উত্তেজনা না থাকলেও পয়েন্ট টেবিলের জন্য ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উভয় দলই সুপার ফোরে তাদের প্রথম ম্যাচ হেরেছে, তাই জয়ের ধারায় ফিরতে মরিয়া দুই দলই। আজকের ম্যাচে যারাই জিতবে তারাই ফাইনালের দিকে এগিয়ে যাবে। আজ শ্রীলঙ্কা যদি হেরে যায় এবং আগামীকাল বাংলাদেশের বিপক্ষে ভারত যদি জিতে যায় তাহলে এশিয়া কাপের এবারে আসর থেকে ছিটকে পড়বে লঙ্কানরা। আর যদি ভারতের বিপক্ষে বাংলাদেশ জিতে যায় তাহলে ফাইনালের দৌড়ে থাকবে তারাও। বাংলাদেশ যদি আগামী দুই ম্যাচে ভারত ও পাকিস্তান কে হারিয়ে দেয় তাহলে লঙ্কানদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে জয় তাদের ফাইনালে নিয়ে যেতে পারে। যদিও এমন সম্ভাবনা ক্ষীণ। অন্যদিকে আজ...