যুক্তরাষ্ট্রের সঙ্গে করা পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি (নিউ স্টার্ট) আরো এক বছর বাড়াতে চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিনি এ প্রস্তাব দেন। ২০১০ সালে পারমাণবিক অস্ত্রের সংখ্যা সীমিত করতে রাশিয়া ও যুক্তরাষ্ট্র এই চুক্তি স্বাক্ষর করেছিল। এর মেয়াদ আগামী ফেব্রুয়ারিতে শেষ হওয়ার কথা ছিল। রয়টার্সের প্রতিবেদনে এই খবর বলা হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, পুতিনের প্রস্তাবটি খুবই ভালো শোনাচ্ছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে নিজেই আনুষ্ঠানিক বক্তব্য দেবেন বলে তিনি জানিয়েছেন। নিউ স্টার্ট বর্তমানে যুক্তরাষ্ট্র-রাশিয়ার শেষ কৌশলগত পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি। এটি একবারের জন্য পাঁচ বছর বাড়ানোর সুযোগ ছিল, যা ২০২১ সালে পুতিন ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কার্যকর করেছিলেন। প্রস্তাবটি এমন সময়ে এসেছে যখন ইউক্রেন ট্রাম্পকে...