নিজস্ব প্রতিবেদক : উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি নিজের নামে নামজারি বা খারিজ না করলে ভবিষ্যতে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। এর ফলে জমি বিক্রি, বন্ধক রাখা, মর্গেজ দেয়া বা ব্যাংক থেকে লোন নেওয়া (যেমন: হোম লোন, সিসি লোন) অসম্ভব হয়ে পড়ে। এটি একটি সরকারি প্রক্রিয়া যার মাধ্যমে পূর্ববর্তী মালিকের নাম বাদ দিয়ে নতুন মালিকের নাম সরকারি নথিতে অন্তর্ভুক্ত করা হয়। একে কর্তন, মিউটেশন বা জমা একত্রীকরণও বলা হয়। অ্যাসিল্যান্ড (AC Land) অফিসে অনলাইন বা অফলাইন আবেদন করতে হয়। প্রতিটি উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) বা অ্যাসিল্যান্ডের কার্যালয় রয়েছে। ওয়ারিশ সনদপত্র (চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের কমিশনার থেকে)। আবেদন করার পর অ্যাসিল্যান্ড আবেদনকারীদের ডেকে কাগজপত্র যাচাই করবেন। সবকিছু সঠিক হলে নতুন খতিয়ান তৈরি হবে এবং একটি খাজনার রশিদ দেওয়া হবে। খাজনার রশিদ নিয়ে...