পিরোজপুরে সাত বছর আগে এক ব্যক্তিকে হত্যা মামলায় তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পিরোজপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা করেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কালাম আকন জানান। দণ্ডিতরা হলেন- পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাঁশবুনিয়া গ্রামের শাহআলম হাওলাদারের ছেলে মো. সোহাগ হাওলাদার, বড় শৌলা গ্রামের মো. মনির মৃধার ছেলে মো. সোহাগ মৃধা ও ছোট শৌলা গ্রামের মো. আজিজ মল্লিকের ছেলে মো. শাহীন মল্লিক। সাজার পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা দিয়েছেন বিচারক; অনাদায়ে আরও ছয়মাস কারাদণ্ড ভোগ করতে হবে তাদের। মামলার বিবরণে বলা হয়, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়শৌলা গ্রামের মো. আনোয়ার মিস্ত্রীর ছেলে আরিফুল ইসলাম ২০১৮ সালের ১৪ এপ্রিল দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। স্বজনরা অনেক খোঁজাখঁজির পর তাকে...