প্রথম ওয়েব সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’ মুক্তির পর বেশ ভালো সাড়া পাচ্ছেন শাহরুখপুত্র আরিয়ান খান। তবে আনন্দের মাঝেই এলো অস্বস্তিকর খবর। তার বিরুদ্ধে মামলা দায়েরের পথে এগোচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন। শুধু আরিয়ানই নন, বিপাকে পড়তে যাচ্ছেন অভিনেতা রণবীর কাপুরও। সিরিজটিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন তিনি। দেখা গেছে, ই-সিগারেট টানছেন রণবীর। কমিশনের অভিযোগ, নিষিদ্ধ পণ্যটি প্রচারের মাধ্যমে তরুণ প্রজন্মকে ভ্রান্ত পথে উৎসাহিত করা হচ্ছে। উপরন্তু, পর্দায় কোথাও সতর্কবার্তাও নেই। এই অভিযোগে সিরিজের নির্মাতা-প্রযোজক এবং নেটফ্লিক্সের বিরুদ্ধেও আইনি পদক্ষেপের আর্জি জানানো হয়েছে। ইতিমধ্যে মুম্বাই পুলিশে অভিযোগপত্র জমা দিয়েছে কমিশন।...