শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে দারুণ শুরু করেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগার। পরিসংখ্যান ও শক্তিশালীতে ভারত যোজন যোজন এগিয়ে থাকলেও তাদের হারানোর সামর্থ্য বাংলাদেশের আছে বলে মন্তব্য করেছেন ফিল সিমন্স। বাংলাদেশ কোচ বলেন, প্রত্যেকটা দলেরই ভারতকে হারানোর সামর্থ্য আছে। পুরোটা আসলে ওই দিনের খেলার উপর নির্ভর করে। ভারত আগে কী করেছে সেটা বড় বিষয় নয়। বুধবারে তারা কী করে সেটাই দেখার বিষয়। ম্যাচের ওই সাড়ে তিন ঘণ্টার উপর সবকিছু নির্ভর করে। ‘যতটা সম্ভব চেষ্টা করব নিজেদের সেরা খেলাটা খেলতে। পাশাপাশি আশা করি ভারতকে ভুল করতে বাধ্য করব। এভাবেই আপনি ম্যাচ জিততে পারেন।’ চলতি আসরে দুর্দান্ত ছন্দ রয়েছে ভারত। এখনও পর্যন্ত প্রতিটি ম্যাচেই জয় পেয়েছে তারা। তাই ভারতের বিপক্ষে খুব বেশি সুযোগও পাবে না বাংলাদেশ দল,...