‘বিধি তুমি বলে দাও আমি কার, একটি মানুষ দুইটি মনের দাবিদার’ — এই গানের পঙক্তি যেন বাস্তবে রূপ নিল যশোরে। মঙ্গলবার দুপুরে কোতোয়ালি থানা চত্বরে এক নারী ও তার দুই ‘স্বামী’র মধ্যকার প্রকাশ্য বিরোধে সৃষ্টি হয় নাটকীয় পরিস্থিতি, ভিড় জমে যায় উৎসুক জনতায়। জানা গেছে, ফরিদপুরের কানাইপুরের বাসিন্দা বিকাশ অধিকারীর সঙ্গে সীমা অধিকারীর দীর্ঘ ৩৬ বছরের দাম্পত্য জীবন রয়েছে। দাম্পত্য জীবনে তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তবে সম্প্রতি সীমা ফরিদপুর সদরের পলাশ কুন্ডুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এবং বিকাশকে ছেড়ে পলাশের সঙ্গে ভারতে পালিয়ে গিয়ে বিয়ে করেন। সোমবার রাতে সীমা ও পলাশ যশোরের একটি হোটেলে ওঠেন। খবর পেয়ে বিকাশ সেখানে হাজির হলে শুরু হয় বিবাদ। পরে ঘটনা গড়ায় কোতোয়ালি থানায়, যেখানে তিনজনই হাজির হন আইনি সহায়তার জন্য। থানায়...