নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর আওয়ামী লীগের হামলার ঘটনায় ব্যর্থতার জন্য কনসাল জেনারেলের পদত্যাগ দাবি করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকায় এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, ‘এ হামলার সঙ্গে কূটনৈতিক মিশনের কিছু কর্মকর্তা জড়িত থাকতে পারে।’ জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে তিন দলের পাঁচ নেতাকে সঙ্গে নিয়ে সোমবার নিউইয়র্কে পৌঁছান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তাদের মধ্যে এনসিপির দুজন হলেন দলের সদস্য সচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। আরও পড়ুনআরও পড়ুন‘যারা আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে, তাদের রাজনীতি নাই হয়ে যাবে’ বিএনপি, জামায়াত ও এনসিপি নেতারা বিমানবন্দর থেকে সাধারণ যাত্রীদের সঙ্গে বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের আগ্রাসী আচরণের মুখে পড়েন তারা। আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ঘিরে নানা স্লোগান দেওয়ার পাশাপাশি...