শেরপুরের নালিতাবাড়ীতে কিশোরদের হামলায় আব্দুর রহমান নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। প্রেমঘটিত কারণে এ হামলা চালানো হয় বলে অভিযোগ স্বজনদের। রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বাঘবেড় খড়িয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার (২২ সেপ্টেম্বর) ভোরের দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আব্দুর রহমান উত্তর গড়কান্দা শিমুলতলা এলাকার হাবিবুর রহমানের ছেলে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে আব্দুর রহমানের মৃত্যুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা। নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, আব্দুর রহমান তার বন্ধুদের নিয়ে রোববার বিকেলে অটোরিকশায় করে খড়িয়াপাড়া গ্রামে ঘুরতে যায়। তাদের মধ্যে একজন ওই গ্রামের এক কিশোরীকে পছন্দ করতো। একই কিশোরীকে পছন্দ করতো ওই এলাকার আরেক কিশোর। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওই...