টুঙ্গিপাড়া সরকারি কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। গোপালগঞ্জ:পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও নীতি বাস্তবায়নে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে টুঙ্গিপাড়া সরকারি কলেজের অডিটোরিয়ামে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন কলেজ মসজিদের পেশ ইমাম সাঈদ হোসেন।অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সাঈদ মাহমুদের সভাপতিত্বে ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মীজানুর রহমানের সঞ্চালনায় হজরত মুহাম্মদ (সা.) এর জীবনীর উপর অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. ফিরোজ আলম, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. কুতুব উদ্দিন খান, শিক্ষক পরিষদের সম্পাদক মাসুদ মিয়া, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তহমিনা আকতার রোজী প্রমুখ।অনুষ্ঠানের সমাপনীতে...