প্লাস্টিক খেলনা শিল্পে সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় বিভিন্ন প্রতিবন্ধকতার মুখে পড়ছেন উদ্যোক্তারা। মানসম্মত মোল্ড ও কাঁচামাল আমদানিতে অতি উচ্চ শুল্কের কারণে উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে। এর ফলে মানসম্পন্ন খেলনা সাধারণ মানুষের কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘রপ্তানি বহুমুখীকরণ : খেলনা উৎপাদন শিল্পে উদ্ভাবন ও রপ্তানির সম্ভাবনা’ শীর্ষক আলোচনায় বক্তারা এসব কথা বলেন। এতে স্বাগত বক্তব্য দেন ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) সভাপতি শামীম আহমেদ। বক্তারা বলেন, প্লাস্টিক খেলনা শিল্পে অগ্রযাত্রায় উচ্চ শুল্ক, আমদানি-নির্ভর প্যাকেজিং, জটিল বিধিনিষেধ এবং লাইসেন্সকৃত খেলনা বাজারে সীমিত প্রবেশাধিকার বড় বাধা হয়ে আছে। এসব কাটিয়ে উঠতে স্থানীয় পরীক্ষাগার, ডিজাইন ট্রেনিং, বিশ্ববিদ্যালয় ও...