আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে রাঙামাটি কাপ্তাইয়ে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন ৪১ বিজিবি কাপ্তাই ওয়াগ্গাছড়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদী। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর ওয়াগ্গাছড়া সদর দপ্তরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় লে. কর্নেল কাওসার মেহেদী বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। বিশেষ করে কাপ্তাই অঞ্চলে মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্টান ও সনাতন ধর্মাবলম্বীরা পাশাপাশি বসবাস করেন। তারা একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করে জীবনযাপন করেন এবং একে অপরের উৎসবে অংশগ্রহণ করে আনন্দ উদযাপন করেন। সাম্প্রদায়িকতার কোনো জায়গা এখানে নেই, তাই কোনো ধরনের সংঘাতের সম্ভাবনা নেই। তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ যদি গুজব ছড়িয়ে পুজায় বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, সেক্ষেত্রে সকলকে সতর্ক থাকতে হবে। কেউ যেন সম্প্রীতি নষ্ট করতে না পারে,...