পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের বাবুল বাজার এলাকায় টিকিট কেটে মাছ শিকারের এক ব্যতিক্রমী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বাবুল বাজার সংলগ্ন বাবুল হোসেনের পুকুরে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শতাধিক মাছ শিকারপ্রেমী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় অংশ নিতে প্রত্যেকে এক হাজার টাকা মূল্যের টিকিট কেটে অংশগ্রহণ করেন। এ সময় পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া নিজেও প্রতিযোগিতায় অংশ নেন। তিনি সাংবাদিকদের বলেন, “আমি নিজেও টিকিট কেটে অংশগ্রহণ করেছি। যারা অংশ নিয়েছেন, তাদের সবাইকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।” প্রতিযোগিতার বিশেষ আকর্ষণ ছিল সবচেয়ে বড় মাছ শিকারকারীকে পুরস্কার হিসেবে একটি মোবাইল ফোন প্রদান করা। এদিকে...