ভারতের সঙ্গে সব ধরনের ভুল বোঝাবুঝির অবসান হোক, বিএনপি এমনটিই চায় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী চশমা দিয়ে ভারতের বাংলাদেশকে দেখা ‘ভুল ছিল’ উল্লেখ করে তিনি বলেন, (আওয়ামী লীগ ছাড়া) বাকিদের সঙ্গে যোগাযোগই রাখেনি (ভারত)। আজ আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষোভের পাহাড় তীব্র ভারত বিরোধিতায় পর্যবসিত হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক ‘এই সময়’কে দেওয়া এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল এসব কথা বলেন। গতকাল সোমবার এ সাক্ষাৎকার প্রকাশ করা হয়। আওয়ামী লীগ এবং জাসদ বা ওয়ার্কার্স পার্টির মতো তাদের শরিকেরা আগামী সংসদ ভোটে অংশ নিতে পারবে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, আমরা বলেছি আওয়ামী লীগ ও তাদের শরিকেরা সবাই, এমনকি জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নিক। একটি সুষ্ঠু ও অবাধ ভোট হোক। এজন্য অনেকে আমাকে ভারতের এজেন্ট, আওয়ামী দালাল বলে...