চট্টগ্রাম:আসন্ন শারদীয় দুর্গাপূজা–২০২৫ উদযাপনকে কেন্দ্র করে নগরের ট্রাফিক ব্যবস্থাপনা সুসংগঠিত ও কার্যকর রাখতে ট্রাফিক ‘সমন্বয় সভা’ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে দামপাড়া পুলিশ লাইন্সের সিএমপি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আসফিকুজ্জামান আকতার। তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত।এ উৎসবে নগরে বিপুল জনসমাগম ঘটে, তাই আমাদের ট্রাফিক ব্যবস্থাপনা আরও সুসংগঠিত ও কার্যকর করতে হবে। পূজামণ্ডপে আসা ভক্ত ও দর্শনার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিশেষ ট্রাফিক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। নগরের গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ এলাকায় অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে, বিকল্প রুট নির্ধারণ ও পার্কিং নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানাচ্ছি। দুর্গাপূজা চলাকালীন পূজামণ্ডপকেন্দ্রিক এলাকায়...