এশিয়া কাপের সুপার ফোরে বুধবার শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে ম্যাচের আগে দলের প্রধান কোচ ফিল সিমন্স জানিয়ে দিলেন, ভারত অজেয় কোনো দল নয়। সিমন্স বলেন, ‘প্রতিটি দলেরই ভারতকে হারানোর সামর্থ্য আছে। খেলা সেদিনের জন্য। ভারত আগে কী করেছে তা নয়, আসল হলো বুধবারের তিন ঘণ্টা ত্রিশ মিনিটে কী ঘটে। আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব এবং ভারতের দুর্বল দিক খুঁজে বের করার চেষ্টা করব। ’ ভারতের সঙ্গে ম্যাচ মানেই আলাদা উত্তেজনা, সেটি টের পাচ্ছেন সিমন্সও। তিনি বলেন, ‘ভারত বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি দল। তাই ম্যাচে বাড়তি হাইপ থাকবেই। আমরা সেটাকে উপভোগ করব এবং মাঠে লড়াই করব। ’ দুবাইয়ের উইকেট নিয়ে সন্তুষ্ট বাংলাদেশ কোচ। তার ভাষায়, ‘এখানকার উইকেট ব্যাটিংয়ের জন্য দারুণ। টস খুব একটা প্রভাব ফেলবে না। তবে পরপর ম্যাচ...