ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের নানা অসঙ্গতি থাকলে প্রশাসন তা নিয়ে ‘গড়িমসি’ করছে বলে অভিযোগ করেছেন সাবেক ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, আবদুল কাদের ও উমামা ফাতেমাসহ কয়েকজন জিএস প্রার্থী। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) তারা উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে দেখা করেন।এ সময় প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন। আবিদুল ইসলাম, আব্দুল কাদের ও উমামা ফাতেমাসহ অন্যরা প্রশাসনের কাছে কয়েকটি বিষয়ে জানতে চান। আলোচনার পর সংবাদ সম্মেলনে উমামা তারা বলেন, নির্বাচনের আগে ৭ সেপ্টেম্বর গাউসুল আজম মার্কেটের একটি ছাপাখানায় ডাকসু নির্বাচনের ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় পাওয়া গেছে। আমরা প্রশাসনের কাছে এ বিষয়ে সুস্পষ্ট তথ্য চেয়েছি।তারা বলেন, এ ছাড়া ডাকসু নির্বাচনে যে পরিমাণ ভোটার টার্নআউট দেখানো হয়েছে, আমরা সে পরিমাণ উপস্থিতি মাঠে দেখতে পাইনি। ফলে আমরা ভোটারদের স্বাক্ষর...