নীলফামারী-১ নির্বাচনী আসনের দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা আব্দুল হালিম। বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, ‘‘ডাকসু ও জাকসু নির্বাচন দেশের মানুষের কাছে বার্তা দিয়েছে, এ দেশের ছাত্র-ছাত্রীরা দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে এবং নতুন নেতৃত্বের পক্ষে। দেশের ছাত্র-ছাত্রীরা এখন পরিবর্তন চায়।’’ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নীলফামারী-১ নির্বাচনী আসনের দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। ডোমার উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।আরো পড়ুন:পাথর চুরির ঘটনায় জামায়াত নেতার নামও এসেছে : রিজভীসরকার একটি দলের পকেটে ঢোকার চেষ্টা করছে: রফিকুল ইসলাম সরকার একটি দলের পকেটে ঢোকার চেষ্টা করছে: রফিকুল ইসলাম মাওলানা আব্দুল হালিম বলেন, ‘‘৫৪...