সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেটের যথাযথ ব্যবহার ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে গজারিয়ায়। গতকাল সোমবার সকাল সাড়ে ১১ টায় গজারিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। সভায় উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান সমূহে সামাজিক যোগাযোগ মাধ্যমের যথাযথ ব্যবহার ও সাইবার অপরাধ প্রতিরোধে, সহানীয় ২৭ টি মাধ্যমিক বিদ্যালয়ের মনোনীত শিক্ষার্থীদের উপস্থিতিতে আমন্ত্রিত অতিথিগণ সাইবার অপরাধ প্রতিরোধে করণীয় ও ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের যথাযথ ব্যবহার বিষয়ে মূল্যবান পরামর্শ ও দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। একই মিলনায়তনে দুপুর পৌনে দুইটায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের প্রধান অতিথি মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের...