অল্প বৃষ্টি হলেই তলিয়ে যায় নরসিংদী পৌর শহরের বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস, সরকারি ডরমিটরি, স্কুল-কলেজ সহ আশপাশের রাস্তাঘাট। আর এসব সমস্যা সমাধানে বিভিন্ন পক্ষ থেকে হাঁকডাক দেয়া হলেও কার্যত সমাধান হয় না। বেশ কয়েক বছর ধরেই চলছে এ অবস্থা। গতকাল সোমবার সকালে অল্প বৃষ্টিপাতের ফলে পুরো শহরজুড়ে এই সমস্যা দেখা দিয়েছে। এতে মহাভোগান্তিতে পড়েন অফিস করতে আসা ব্যক্তিরা। সরজমিনে ঘুরে দেখা যায়, গতকাল সোমবার ভোর হতে শুরু হয় বৃষ্টি। প্রায় এক ঘন্টার বৃষ্টিতে শহরে অবস্থিত জেলা প্রশাসকের কার্যালয়, জজকোর্ট, ফায়ার সার্ভিস, পুলিশ সুপার ও সিভিল সার্জনের কার্যালয়, গণপূর্ত অধিদপ্তর, সার্কিট হাউজ, ডরমিটরি ভবন, জেলা গ্রন্থাগার সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও আবাসিক এলাকায় বৃষ্টির পানিতে তলিয়ে যায়। আর এসব এলাকায় বৃষ্টি এলেই ড্রেনগুলো উপচে পানি অফিস-আদালতে প্রবেশ করে। কোথাও ড্রেনের ওপরই স্থাপনা...