ঢাকা: সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ আল শেখ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১১টার দিকে রাজধানী রিয়াদের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাজকীয় সৌদি আদালত এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।শেখ আব্দুল আজিজের জানাজা অনুষ্ঠিত হবে রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে, আসরের নামাজ শেষে। এছাড়া বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের নির্দেশনায় মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদে নববি এবং সৌদি আরবের সব মসজিদে একযোগে সালাতুল গায়েব আদায় করা হবে।১৯৯৯ সাল থেকে সৌদি আরবের প্রধান মুফতির দায়িত্ব পালন করে আসছিলেন শেখ আব্দুল আজিজ। তিনি ছিলেন দেশের সর্বোচ্চ ধর্মীয় প্রতিষ্ঠান, সিনিয়র উলামা পরিষদের চেয়ারম্যান এবং স্থায়ী কমিটি ফর ইলমি রিসার্চ...