আসন্ন শারদীয় দুর্গাপূজা–২০২৫ উপলক্ষে চট্টগ্রাম মহানগরীতে যানজটমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ট্রাফিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি’র সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সভায় সভাপতিত্ব করেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আসফিকুজ্জামান আকতার (বিপিএম)। সভায় দুর্গাপূজার সময় নগরীর পূজামণ্ডপকেন্দ্রিক এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।প্রধান বিষয়গুলোর মধ্যে ছিল: পূজামণ্ডপ এলাকায় নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিতকরণ, গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন, বিকল্প সড়ক ব্যবহারের ব্যবস্থা, যানবাহনের পার্কিং নিয়ন্ত্রণ, সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও নিরাপদ চলাচল নিশ্চিতকরণ। সভায় বিভিন্ন স্টেকহোল্ডার, সুশীল সমাজের প্রতিনিধি ও পূজা উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের বক্তব্য ও সুপারিশসমূহ গুরুত্ব সহকারে শ্রবণ করেন সভার সভাপতি। মোঃ আসফিকুজ্জামান আকতার (বিপিএম)...