দেশের অন্যতম প্রধান সবজি উৎপাদনকারী অঞ্চল খ্যাত ঈশ্বরদীর মাঠে মাঠে চলছে শীতকালীন সবজি চাষের জোর প্রস্তুতি। বীজতলায় বীজ বপন ও পরিচর্যার পাশাপাশি জমি প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষাণ-কৃষাণীরা। তারা আশায় বুক বাঁধছেন- যেভাবে প্রস্তুতি এগিয়ে চলছে তাতে কোন বিপর্যয় দেখা না দিলে স্বপ্ন পূরণের হাতছানি রয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সরেজমিনে ঈশ্বরদীর সবজি প্রধান এলাকা ছলিমপুর, দাশুড়িয়া, সাহাপুর ও মূলাডুলি এলাকা ঘুরে দেখা যায় শীতকালীন সবজি চাষে শেষ মুহুর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষিরা। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে বীজতলায় উৎপাদন করেছেন রোপণ উপযোগী চারা। অনিষ্টকারী রোগ, পোকা-মাকড় ও প্রাকৃতিক বিপর্যয় না হওয়ায় চাষিরা বেগুন, মরিচ, ফুলকপি, ওলকপি, বাঁধাকপি, টমেটোর কাঙ্ক্ষিত চারা উৎপাদনে সক্ষম হয়েছেন। যা স্থানীয় চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী এলাকার সবজি চাষেও সরবরাহ যোগাবে। অপরদিকে আগাম জাতের কিছু কিছু সবজি...