এশিয়া কাপ সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ দল। সামনে আরও বড় দুই চ্যালেঞ্জ—২৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে নামবে টাইগাররা, আর পরদিনই প্রতিপক্ষ পাকিস্তান।টানা দুই দিনে দুই শক্তিশালী দলের মুখোমুখি হওয়ার আগে সাকিব-মোস্তাফিজরা শেষ মুহূর্তের প্রস্তুতি সেরেছেন। অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অলরাউন্ডার শেখ মেহেদী জানান, প্রতিপক্ষ নিয়ে বাড়তি কোনো চিন্তা নেই দলের। তিনি বলেন, ‘আমরা একদম নরমালভাবে প্রস্তুতি নিচ্ছি। প্রতিপক্ষ ভারত হোক বা অস্ট্রেলিয়া, এসব নিয়ে আলাদা চিন্তা করছি না। জাস্ট একটা ম্যাচের মতোই খেলতে নামব। ’ শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত বোলিং করা কাটার মাস্টার মোস্তাফিজকে নিয়ে প্রশংসায় ভাসান মেহেদী। তিনি বলেন, ‘মোস্তাফিজ মাঠে নামলেই ভিন্ন একটা রূপ নেয়। তার অভিজ্ঞতা, ডেলিভারি—সবকিছুই অবিশ্বাস্য। শুধু সাকিব ভাই নয়, আমার মনে হয় বিশ্বের অনেক বড় বোলারকেও ছাড়িয়ে যেতে পারে সে...