এশিয়া কাপে সুপার ফোরে বুধবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। প্রতিবেশী দেশটির সঙ্গে টি-টুয়েন্টিতে ভালো সময় যাচ্ছে না বাংলাদেশের। শেষ পাঁচ দেখায় জয় পায়নি লাল-সবুজের দল। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশ ও ভারত। দ্বিতীয় ম্যাচে যে জয়ের মুখ দেখবে, ফাইনালের পথে অনেকটাই এগিয়ে থাকবে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বুধবার মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মাঠে নামবে দুদল। এক জয়ে সমান দুই পয়েন্ট নিয়ে ভারতের অবস্থান সুপার ফোর টেবিলে শীর্ষে, রানরেটে পিছিয়ে বাংলাদেশ দুইয়ে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৮ উইকেটের জয় তুলেছে লিটন দাসের দল। প্রথম ম্যাচে ভারত ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। সুপার ফোরে চার দলের সবাই একে অপরের বিপক্ষে খেলবে। লঙ্কানদের বিপক্ষে জয়ে এখনই তৃপ্তির ঢেঁকুর তোলার সুযোগ নেই লাল-সবুজদের। গ্রুপপর্বে অবশ্য...