আওয়ামী লীগকে নির্বাচনে আনার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। নিউ ইয়র্কে দলের সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত এ জরুরি সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের রাজনীতি বিএনপি যদি গ্রহণ করে থাকে, তবে সেটি বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে। আমরা বিএনপিকে আহ্বান জানাচ্ছি, আওয়ামী লীগের পুনর্বাসনের পরিবর্তে বাংলাদেশ পুনর্গঠনে কাজ করুন। তাহলেই বিএনপি তরুণদের সমর্থন পাবে। তিনি অভিযোগ করে বলেন, একদিকে আওয়ামী লীগ ষড়যন্ত্র ও সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, অন্যদিকে দেশের কিছু রাজনীতিবিদ তাদের নির্বাচনে আনার ষড়যন্ত্র করছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আওয়ামী লীগকে নির্বাচনে আনা বা রাজনীতিতে পুনর্বাসনের কোনো সুযোগ নেই। যারা...