২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৫ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৫ পিএম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীকের সঙ্গে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। উপদেষ্টা ফারুক ই আজম দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে ইতালির সহযোগিতার প্রস্তাবকে স্বাগত জানান। তিনি ভূমিকম্প মোকাবিলায় ইতালির অভিজ্ঞতা বাংলাদেশে কাজে লাগানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং দুর্যোগ ব্যবস্থাপনায় ইতালিকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন। সাক্ষাৎকালে উভয়ে পারস্পরিক সহযোগিতা, প্রশিক্ষণ, গবেষণা ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। তারা বাংলাদেশ ও ইতালির মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে একমত পোষণ করেন। এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, ইতালির দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ফেদেরিকো যাম্পারচল্লি, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের...