ঢাকা : " Transform to grow " এই থিম নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ফার্মা ডিভিশন - ২০২৫ এর বার্ষিক সম্মেলন।এই বার্ষিক বিক্রয় সম্মেলনের উদ্বোধন করেন এসএমসি এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও তছলিম উদ্দিন খান এবং এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সায়েফ উদ্দিন নাসির।তাঁরা বার্ষিক লক্ষ্য অর্জনের জন্য এই বিভাগের সকল সদস্যকে অভিনন্দন জানান। এ ছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসএমসি ফার্মা ডিভিশনের অতিরিক্ত মহাব্যবস্থাপক - বিক্রয় ও বিপণন শেখ জাহিদুর রহমান।২০২৫-২০২৬ অর্থ বছরে ফার্মা ডিভিশনের লক্ষ্যএবং ব্যবসায়িক পরিকল্পনা সমূহ উপস্থাপন করেন কোম্পানির সিনিয়র মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ মোশাররাফ হোসেন এবং ন্যাশনল সেলস ম্যানেজার হারুন অর রশিদ।কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারাও এসময়ে উপস্থিত ছিলেন।মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের পর মূল আয়োজনটির সমাপ্তি ঘোষণা করা হয়।নিউজজি/জিডএইচ ঢাকা : " Transform to grow "...