নারী ও শিশু নির্যাতন দমন আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতের রায় অনুযায়ী দণ্ডপ্রাপ্ত হলেও দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন তিন আসামী। অবশেষে এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) পৃথক অভিযানে রাজধানী ও আশপাশের এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার এটিইউর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংএর পুলিশ সুপার ব্যারিষ্টার মাহফুজুল আলম রাসেল গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন। এটিইউ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২২ সেপ্টেম্বর রাতে রাজধানীর দক্ষিণখান থানাধীন ফায়েদাবাদ চৌরাস্তা এলাকা থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোকছেদুর রহমান ওরফে মোকছেদুলকে (৫৫) গ্রেপ্তার করা হয়। তিনি নীলফামারীর শ্রীনাথ এলাকার বাসিন্দা। একই দিনে দুপুরে ঢাকা জেলার আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মজিবুল ইসলাম ওরফে মইজ্জাকে গ্রেপ্তার করে এটিইউ। এছাড়া...