এশিয়া কাপে পাকিস্তানের লড়াইটা অনেকটা টিকে থাকারই। আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে গেলে পাকিস্তানের এশিয়া কাপ ভাগ্য আর নিজেদের হাতে থাকবে না। নানা কঠিন সমীকরণের ওপর নির্ভর করতে হবে। পাকিস্তানের মতো শ্রীলঙ্কা সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। পাকিস্তান হেরেছে ভারতের বিপক্ষে, শ্রীলঙ্কা তুলনামূলক সহজ প্রতিপক্ষ বাংলাদেশের কাছে হেরেছে। তবু শ্রীলঙ্কাকে হারানো পাকিস্তানের জন্য আজ একটু কঠিনই হবে। পাকিস্তান ও শ্রীলঙ্কা টি-টোয়েন্টিতে সর্বশেষ মুখোমুখি হয়েছে তিন বছরের বেশি সময় আগে। সর্বশেষ ২০২২ সালের এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনালে দুই দল খেলেছিল। ফাইনালে পাকিস্তানকে ২৩ রানে হারায় শ্রীলঙ্কা। সেই টুর্নামেন্টও হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। সেই ফাইনালের আগে দুই দলে সর্বশেষ চার দেখাতেও জিতেছিল শ্রীলঙ্কা। পাকিস্তান সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি জিতেছিল ২০১৯ সালের অক্টোবরে। সেই দলের বেশির ভাগ ক্রিকেটারই এখন পাকিস্তান দলে নেই। ফখর...