ধনী হওয়ার স্বপ্ন কে না দেখে! কিন্তু এ পথটা মোটেও সহজ নয়। একদিনে কিংবা রাতারাতি ধনী হয়ে যাওয়ার গল্প শুধু সিনেমাতেই মানায়। বাস্তবে ধনী হতে হলে দরকার কঠোর পরিশ্রম, বুদ্ধিমত্তা আর ধারাবাহিকতা। অনেকেই উত্তরাধিকারসূত্রে কিংবা ভাগ্যক্রমে অর্থ-সম্পদ পান, কিন্তু সেটি ধরে রাখতে পারেন না। কারণ, সম্পদ টিকিয়ে রাখার জন্যও কিছু বিশেষ অভ্যাস প্রয়োজন। ধনী মানুষেরা সাধারণত এমন কিছু অভ্যাস মেনে চলেন, যা শুধু অর্থ উপার্জনেই নয়, অর্থ সঞ্চয় ও বৃদ্ধি করতেও সাহায্য করে। তাই ধনী হতে চাইলে আপনাকেও এই অভ্যাসগুলো রপ্ত করতে হবে। চলুন জেনে নেওয়া যাক—১. প্রতিদিন ছোট ছোট কাজ করুনসম্পদ একবারে তৈরি হয় না, এটি গড়ে ওঠে প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টায়। প্রতিদিন মাত্র ১০ মিনিট সময় দিন বাজেট মিলিয়ে দেখায়, ৫০ টাকা সঞ্চয় করার অভ্যাসে বা নিজের লক্ষ্য...