গাজীপুরের টঙ্গীতে রাসায়নিকের একটি গুদামে আগুন লাগার ঘটনায় ফায়ার সার্ভিসের দগ্ধ এক কর্মী মারা গেছেন। মঙ্গলবার বিকাল ৩টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শামীম আহমেদ (৪০) মারা যান বলে এক বার্তায় জানিয়েছে ফায়ার সার্ভিস। তার শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল। তিন সন্তানের জনক শামীমের বাড়ি নেত্রকোনায়। বাদ মাগরিব ফায়ার সার্ভিসের সদর দপ্তরে তার জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে সোমবার টঙ্গীর সাহারা মার্কেটের রাসায়নিকের একটি গুদামে আগুন নেভাতে গিয়ে শামীমসহ আরও তিনজন কর্মী দগ্ধ হন। বর্তমানে আরও দুইজন বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন। ইনস্টিটিউটের পরিচালক ডা. নাসির উদ্দিন সকালে জানান, দগ্ধদের সবার শরীরের ৪০ শতাংশের বেশি পুড়ে গেছে এবং তারা আশঙ্কাজনক অবস্থায় আছেন। তাদের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে। তিনি আরও বলেন, “দগ্ধ রোগীদের দেশের বাইরে নিয়ে গেলে ভালোও...