আবু ধাবিতে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মাঠে নামবে পাকিস্তান ও শ্রীলংকা। গ্রুপ পর্বে ৩ ম্যাচের সবগুলোতে জিতে সেরা দল হয়ে সুপার ফোরে উঠে শ্রীলংকা। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয় লংকানরা। কিন্তু সুপার ফোরে টাইগারদের কাছে ৪ উইকেটে হেরে যায় শ্রীলংকা। টস হেরে প্রথমে ব্যাট করে দাসুন শানাকার ঝড়ো হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৮ রান করে শ্রীলংকা। ৩টি চার ও ৬টি ছক্কায় ৩৭ বলে অপরাজিত ৬৪ রান করেন শানাকা। ৪ ওভারে ২০ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সফল বোলার ছিলেন পেসার মুস্তাফিজুর রহমান। ১৬৯ রানের পুঁজি নিয়েও লড়াই করতে পারেনি শ্রীলংকার বোলাররা। বাংলাদেশের দুই ব্যাটার সাইফ হাসানের ৪৫ বলে ৬১ ও তাওহিদ হৃদয়ের ৩৭ বলে ৫৮ রানের সুবাদে হার মানে লংকানরা। বাংলাদেশের কাছে হারের স্মৃতি ভুলে...