মানিকগঞ্জ পৌরসভার আবাসিক একটি ভবনের ফ্ল্যাট থেকে মা এবং দুই শিশুকে মৃত উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ শহরের পশ্চিম বান্দুটিয়া এলাকা থেকে এই তিন মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- মা শেখা আক্তার (২৯), ছেলে আরাফাত ইসলাম আলভী (৯) এবং ছোট মেয়ে সাইফা আক্তার (২)। মৃত শিখা আক্তার প্রবাসী শাহীন আহমেদের (৪২) স্ত্রী। শাহিন দুই মাস আগে জীবিকার তাগিদে মালয়েশিয়া পাড়ি জমিয়েছেন। এর আগে তিনি এলাকায় ইজিবাইক চালাতেন। জানা গেছে, প্রবাসী শাহীন আহমেদ বছর দুয়েক আগে শিখা আক্তারকে বিয়ে করেন। এটি ছিল তাদের দ্বিতীয় বিয়ে। এ ঘটনায় পুলিশ সুপার ইয়াসমিন খাতুন ঘটনাস্থল পরিদর্শন...