চাকসু নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নির্বাচনি আমেজ। দুদিন পর বৃহস্পতিবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে, তবে এর মধ্যে অনানুষ্ঠনিক প্রচার শুরু করেছেন প্রার্থীরা। আবাসন সংকট নিরসন, শাটল ট্রেনের সংখ্যা বৃদ্ধিসহ নানা প্রতিশ্রুতি দিয়ে সমর্থন আদায়ের চেষ্টা করছেন। চাকসু নির্বাচনে শেষদিন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেন বিভিন্ন সংগঠনের ১ হাজার ৮৮ জন। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৯৩১ জন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের ২৬টি পদের বিপরীতে জমা দিয়েছেন ৪২৯ জন। কেন্দ্রীয় সংসদে ভিপি পদে ২৩ জন ও জিএস পদে ২১ জনসহ প্রাথমিকভাবে বৈধ প্রার্থীরা সংখ্যা ৪১০ জন। যাচাই-বাছাই শেষে নানা ত্রুটি বিচ্যুতির কারণে সোমবার ১৯ জনের মনোনয়নপত্র স্থগিত রাখে নির্বাচন কমিশন। প্রার্থী তালিকা প্রকাশের পর বদলে যাচ্ছে নির্বাচনী পরিবেশ। ইতিমধ্যে...